॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর সেনা জোনের অভিযানে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা ব্রিজ এলাকা হতে ৪৩০পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।
সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যমতে নানিয়ারচর বাজার হতে মূল ব্যবসায়ী আব্দুর রহিমকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নানিয়ারচর হাসপাতাল এলাকার জতন খীসা (২৬) ও একই এলাকার মোঃ সুমন (৩২)। অন্যজন হলেন চট্টগ্রামের চন্দনাইশের আব্দুর রহিম (৩৮)।
পরে ৩মাদক ব্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নানিয়ারচর থানার থেকে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।