রাঙামাটিতে আহলে সুন্নাতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

338

|| স্টাফ রিপোর্টার ||

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুরাতন বাস স্টেমন জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সভাপতি মাওলানা এম এ মুস্তফা হেজাজী।

যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির সাধারন সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সাধারন সম্পাদক মাওলানা জসিম উদ্দিন নুরী, সহ সাধারন সম্পাদক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, মাওলানা হাফেজ সুলতান মাহমুদ আল ক্বাদেরী, হাফেজ মাওলানা সেকান্দর হোসেন আল ক্বাদেরী,রাঙামাটি সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পুরাতন বাস স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার, আবদুল জব্বার, হাজী আলী আকবর, ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক আবদুল হালিম ভোলা সওদাগর ও সদস্য সচিব হাজী মাজফুজ উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।