রাঙামাটিতে ডিবির হাতে ১০ লাখ টাকার জাল নোটসহ দু’জন আটক

292

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২২ মে) রাত সাড়ে বারোটায় শহরের রিজার্ব বাজারে অবস্থিত লেক ভিউ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল নোট সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো: মিলন রহমান (২৮)ও মো: শাহ আলম (৫৫)। মিলনের বাড়ি রাজশাহী জেলার বাঘমারা থানায়, শাহ আলমের বাড়ি নরসিংদী বলে জানায় ডিবি।

অভিযানে ডিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা আরো দুইজন সহযোগী পালিয়ে যায়। এসময়ে তাদের কাছ থেকে ১০টি ১হাজার টাকার জাল নোটের বান্ডিল জব্দ করা হয়।

আটককৃত তথ্যে জানা যায়, পালিয়ে যাওয়া অপর দুইজন হলেন, আমির হোসেন ও মো: ফখরুল হাসান। জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ দুজনকে আটক করি এসময়ে আমাদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরো দুই জন পালিয়ে যায়।

আসামীদের আটকের পর ডিবি এসআই নুরে আলম বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১২, ২৩/০৫/২০২২খ্রি:।