এতিম শিশুদের দুধ-ডিম খাওয়ালেন কাপ্তাইয়ের ইউএনও

262

॥ স্টাফ রিপোর্টার ॥

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ- ২০২২ উপলক্ষে রোববার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাপ্তাই আল আমীন নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা,সুইডিশ নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আফসারের টিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায়, সুবিধাবঞ্চিত ১২০ জন এতিম শিশুদের প্রত্যেককে একটি করে সেদ্ধ ডিম ও ২৫০ মিলি করে গরুর দুধ খাওয়ানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান নিজে এসব প্রতিষ্ঠানে গিয়ে এতিম শিশুদের হাতে দুথ-ডিম তুলে দেন।

এ উপলক্ষে আল আমীন নূরিয়া মাদ্রাসার শ্রেণী কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.এনামুল হক হাজারী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তিনি বলেন,মানসিক স্বাস্থ্য বিকশিত হবার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। দুধ সুষম খাবার। সুস্থ আগামী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ জরুরী। আমরা গতানুগতিকতার বাইরে এসে এতিম বাচ্চাদেরকে এই খাবার দিতে পেরেছি। এ কাজে শান্তি পাচ্ছি। এ সময় অন্যান্যের মধ্যে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো.আব্দুল লতিফ ও কাপ্তাই ফরেষ্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.মাহমুদুল হক মুরাদ আলোচনা সভায় বক্তব্য রাখেন।