জাইকার উদ্যোগে আইন বিষয়ে চারদিনের প্রশিক্ষণ

266

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)এর উদ্যোগে আইন বিষয়ে জুরাছড়িতে চারদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (১২ জুন) জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা মোহাম্মদ শফিউল আজম ও উৎপল বিকাশ তংচঙ্গ্যা। প্রশিক্ষণে শিক্ষক, ধর্মীয়গুরু, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।