রাঙামাটি জেলা পরিষদে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা

340

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অংশীজনের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার কর্মশালাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) আলেয়া আক্তার।

কর্মশালাটি পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) আলেয়া আক্তার বলেন-মন্ত্রণালয় এবং আওতাধীন সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি,স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা,সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রূপকল্প বাস্তবায়ন করা যায়।

তিনি বলেন,পরিষদের উন্নয়নমূলক কাজগুলো সঠিক এবং স্বচ্ছতার সাথে করতে হলে কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের বিকল্প নাই। এজন্যে দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ,কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করে যেতে হবে।

তিনি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ জনসম্পদ সৃষ্টিতে জেলা পরিষদের উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান। কর্মশালায় হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ,সাংবাদিক,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পরিষদের কর্মচারীরা অংশগ্রহণ করেন।