রাঙামাটি জেলায় ব্র্যাক-এর চলমান কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা

367

॥ মঈন উদ্দীন বাপ্পী ॥

পাহাড়ি জেলা রাঙামাটিতে ব্র্যাকের চলমান কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্র্যাকের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

ব্র্যাক রাঙামাটি জেলার সমন্বয়কারী মো. হাবিবুর রহমানের সভাপতিত্ব এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা এবং রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ ব্র্যাকের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ অবহিতকরণ সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন- ব্র্যাক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে। যে কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলো অনেক আগে। ডিসি এসময় ব্র্যাকের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিষ্ঠানটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

এদিকে সভার শুরুতে ব্র্যাকের সার্বিক চলমান কার্যক্রম নিয়ে ভিডিও স্লাইডশো প্রদর্শন করেন- ব্র্যাক রাঙামাটি জেলার সমন্বয়কারী মো. হাবিবুর রহমান।