বর্ষণ পরিস্থিতিতে সকল কর্মকর্তাকে সতর্ক থাকার পরামর্শ চেয়ারম্যানের

338

॥ স্টাফ রিপোর্টার ॥

চলমান অতি বর্ষণ পরিস্থিতিতে পাহাড় ধস ও দুর্যোগ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, আমরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিন পার করছি। দেশের বিভিন্ন অঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়াসহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে শুরু করেছে। ২০১৭ সালে এই মাসেই রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। তাই জনগণের জানমাল রক্ষায় আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভায় সভাপতির বক্তর্বে তিনি এই মত ব্যক্ত করেন। রোববার পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় পরিষদে হস্তান্তরিত বিভাগ সমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে পরিষদ সদস্যদের সাথে সমন্বয় করে হন্তান্তরিত বিভাগগুলি যাতে তাদের সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে এ বিষয়ে দৃষ্টি রাখার জন্য তিনি সকলকে আহবান জানান। এছাড়া সারা দেশে কোভিড-১৯ এর ক্রমবর্ধমান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিধায় সকলকে সচেতন এবং সাবধানতা বজায় রাখার আহবান জানান তিনি।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য প্রবর্তক চাকমা, নিবাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ অলিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপ-প্রকল্প পরিচালক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস সম্পদ উন্নয়ন প্রকল্প এর মো.আবদুল্লাহ আল হাসান, জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরী, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, হাস প্রজনন খামারের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো.আবু তাহের, উর্ধতন সমন্বয় কর্মকর্তা বিসিক ইদ্রিস হোছাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত্ াডা: বরুন কুমার দত্ত, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডাঃ পলি রাণী ঘোষ, সহকারী উদ্যান কর্মকর্তা হর্টিকালচার সেন্টার বনরূপা এর তাপস চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা: বেবী ত্রিপুরা, সহকারি প্রকৌশলী বিএডিসি মোঃ আবু নাঈম, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পরিচালক শুকর উন্নয়ন খামার কুসুম চাকমা, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডা: তুষার কান্তি চাকমা, ভেটেরিনারী অফিসার জেলা ভেটেনারী হাসপাতাল ডা: মো.নাজমুল হক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো. খোরশেদুল আলম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। এ সময় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।