সোমবার থেকে রাঙামাটিতে সকল যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

350

॥ স্টাফ রিপোর্টার ॥

সীমান্তের ওপারের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল ¯্রােতের কারনে দূর্ঘটনার আশঙ্কায় সোমবার সকাল থেকে রাঙামাটির অন্তত ছয়টি নৌ-রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহণ সংস্থা রাঙামাটি জোন।

রোববার দিবাগত রাতে সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন যাত্রীবাহি লঞ্চের মালিক গিয়াস উদ্দিন আদর।

তিনি জানান, কয়েকদিনের টানা বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সুবলং চ্যানেলের উপর দিয়ে প্রবল ¯্রােতের মাধ্যমে ঢলের পানি নামছে। আরো কয়েকদির বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই রুটটি ছাড়া অন্যকোন স্থান দিয়ে লঞ্চ যাতায়াত করতে পারে না।

তাই নিজেদের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সর্বসম্মতিক্রমে সোমবার সকাল থেকে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতির উত্তরণ ঘটার সাথে সাথে লঞ্চ চলাচল যথারীতি চালু হবে বলে যোগ করেন তিনি।