কাপ্তাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

348

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রান সহায়তা বিতরন করা হয়েছে। মঙ্গলবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় গ্রহন করা ৩০ পরিবারের ১৪৭ জন সদস্যের জন্য সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক ত্রাণ সহায়তা স্বরূপ চাউল, আটা, ডাল, সয়াবিন তেল, চিনি, লবন সহ এসকল খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোহাম্মদ শামছুল আরেফীন খান, পিএসসি উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত জোন কমান্ডার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারের সদস্যরা জোন কমান্ডারের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং স্থায়ীভাবে সমতলে পূর্নবাসন করার জন্য অনুরোধ জানান। পরে এই ব্যাপারে ভারপ্রাপ্ত জোন কমান্ডার যথাযথ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।