রাঙামাটিতে শতাধিক পাহাড়ি শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

334

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের অনুপ্রেরণায় শতাধিক ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ছাত্র জেলা ছাত্রদলে যোগদান করেছে। শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তারা ছাত্রদলে যোগদান করে।

যোগদান ঘিরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, জেলার আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

আলোচনা সভা সঞ্চালনা করেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গালিব হাসান ও ছাত্রনেতা ওমর মোর্শেদ। যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন- অনুপ চাকমা ও দীলিপ চাকমা। পরে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ যোগদানকারী পাহাড়ি ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেন।