॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে কাচালং নদীতে নিখোঁজের একদিন পর দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- মাচালং মন্দির পাড়া এলাকার কালাধন চাকমার ছেলে ৩২ বছর বয়সী সুকর চাকমা ও রুপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে ৪২ বছরের চিরজ্যোতি চাকমা।
স্থানীয়রা জানায়,বুধবার মাছ ধরতে কাচালং নদীতে যান সুকর ও চিরজ্যোতি। পরে নদীর ¯্রােতে দুজন নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার জানান,নদীতে মাছ ধরতে গিয়ে দুই যুবক নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ ভেসে উঠে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।




























