॥ স্টাফ রিপোর্টার ॥
সকল ষড়যন্ত্রের বাঁধা পেরিয়ে দেশের টাকায় বহুমুখী পদ্মা সেতু সফলভাবে নির্মাণশেষে তা উদ্বোধন করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। স্বাধীনতা জন্য যেমন অনন্তকাল ধরে বাংলার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে তেমনি পদ্মা সেতুর জন্যও চিরকাল এ দেশের মানুষ দৃঢ়চেতা নেত্রী শেখ হাসিনার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সংসদ সদস্যের অনুকুলে ২০২১-২০২২ অর্থ বছরের ঐচ্ছিক তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এই মন্তব্য করেন। তিনি বলেন আধুনিক বাংলাদেশের রূপকার উন্নয়ন যোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাতিকে যে উন্নয়ন দিয়েছে তা কোনো একক নেতার পক্ষে নজিরবিহীন। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার ফলেই পার্বত্য অঞ্চলসহ গোটা বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে যেতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার রাঙামাটি সদর উপজেলা মিলনায়তনে হতদরিদ্র পরিবারের মাঝে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। এমপি এ সময় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে প্রতিটি সেক্টরে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার ফল হিসেবে এ এলাকার মানুষ এখন অনেকটাই স্বাবলম্বী এবং শিক্ষা-চিকিৎসা ও যোগাযোগে স্বয়ং সম্পূর্ণ। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে বলেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনে’র সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাাঙমাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহীদুজ্জামান মহসিন রোমান, ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার ৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।