রাঙামাটিতে বিজিবির উদ্যোগে ১৫’শ চারাগাছ বিতরণ

208

॥ ইকবাল হোসেন ॥

“২০বছর আগে একটি গাছ লাগানোর সেরা সময় ছিল, দ্বিতীয় সেরা সময় হলো এখন” প্রতিপাদ্যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবার ও বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রাঙামাটি সেক্টর সদর দপ্তর সংলগ্ন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহরের তবলছড়ি এলাকার স্থানীয় জনসাধারণ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১হাজার ৫’শ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তরিকুল ইসলাম, পিবিজিএমএস, পিএসসি।

এসময় তিনি বলেন, ১ জুলাই হতে ৭ জুলাই পর্যন্ত বৃক্ষরোপন সপ্তাহ পালন উপলক্ষে রাঙামাটি সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা এবং বিজিবির বিওপি/ক্যাম্প সমূহে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের জন্য রাঙামাটি সেক্টরের অধীনস্থ ছোটহরিণা, রাজনগর, কাপ্তাই এবং বরকল ব্যাটালিয়নে একযোগে প্রায় ৭,০০০ হাজার চারা গাছ রোপনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “এক ইঞ্চি কৃষি জমিও খালী রাখা যাবে না” এর আলোকে রাঙামাটি বিজিবি সেক্টরের উদ্যোগে ব্যাপক বনায়ন, বসতবাড়ীতে ফলজ গাছের চারা রোপন ও বিভিন্ন প্রকার বাগান করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।