চিৎমরমে সন্ত্রাসীদের হাতে নিহত দুই আওয়ামীলীগ সদস্যের পরিবারকে নগদ অর্থ সহায়তা বিতরণ

213

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলার চিৎমরমে সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নেথোয়াই মারমা ও আওয়ামীলীগ কর্মী উসুপ্রু মারমার পরিবারকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ করেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।