॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পুট্টারঝিরি এলাকায় বিজিবি অভিযানে অবৈধ অস্ত্র, মদ এবং সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি -১১ বিজিবির লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ০৩কিঃ মিঃ উত্তরে পুট্টারঝিরি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্বে পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম ঞ-০৬ গান ০১টি, চাইনিজ রাইফেল (লায়ন ব্র্যান্ড) ০১টি, ঝইইখ ১২ বোর ০১টি, দেশীয় তৈরী পিস্তল ০১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ০৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট (জবফ জঁনী) ১০ প্যাকেট (১০ী২০) ২০০টি এবং বার্মিজ বস্তা ০৪টি মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
নাইক্ষংছড়ি বিজিবি সূত্রে জানা যায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির অধীনায়ক লেঃকর্নেল রেজাউল করিম প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে অভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।