॥ স্টাফ রিপোর্টার ॥
নানা আয়োজনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) দিবসটি ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়য়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, স্বপ্ন দেখি সকল ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করে একদিন এ বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ে মান সম্মত শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব জুয়েল সিকদার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব ধীমান শর্মা, হিসাব বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ সাইফুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থকারীক জনাব আতু মারমা বক্তব্য রাখেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়য়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস শুভ উদ্ভোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা। এরপর কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের সকালের পর্ব শেষ হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়য়ের নতুন ওয়েবসাইট উন্মোচন করা হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং রাঙামাটির বিভিন্ন শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সন্ধ্যায় ফানুস উড়ানো হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিএস বিভাগের প্রভাষক জনাব ঋষিতা চাকমা।