বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নানিয়ারচরে র‍্যালী ও আলোচনা

246

নানিয়ারচর প্রতিনিধি

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, থানার ওসি সুজন হালদার, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, ২টি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়। সম্পদ বণ্টন, সুযোগ ও পরিবেশের ভারসাম্যের গতি প্রবাহে বিরুপ প্রভাব পড়ছে। জনসংখ্যা বৃদ্ধি রোধ করা না গেলে অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে এগোবে বাংলাদেশ।

সভায় ফ্যামিলি প্লানিং, বাল্য বিবাহ, নারী শিক্ষা, পরিবার পরিকল্পনা বিভাগের সেবাসমূহ সম্পর্কে আলোচনা করা হয়। এর আগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জনসচেতনতামূলক একটি র‍্যালী বের হয়।