রাঙামাটিতে সনাতন যুব পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

214

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির ঐতিহ্যবাহী সনাতনী সংগঠন ‘সনাতন যুব পরিষদ” রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হ্যাপির মোড় সংলগ্ন রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে “ঐক্য, সংস্কার, সম্পৃতি” স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরপর অতিথিরা সনাতন যুব পরিষদের নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাঙামাটি পুরোহিত কল্যাণ সমিতির সহ-সভাপতি রনধীর চক্রবর্তী।

আলোচনা সভায় সনাতন যুব পরিষদের নবগঠিত কমিটির সভাপতি অজিত শীলের সভাপতিত্বে ও সদস্য মিশু মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সনাতন যুব পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মিলন নন্দী নান্টু, সাবেক সভাপতি জগন্নাথ ভদ্র, বাংলাদেশ হিন্দু মহাজোট রাঙামাটি জেলার সভাপতি সুজন দেব, সনাতন যুব পরিষদের সাবেক সভাপতি দীপংকর দে আবু, সাবেক সহ সভাপতি প্রানেশ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমর কুমার দে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দীপেন ঘোষ, আসামবস্তি শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবলা মিত্র, সনাতন যুব পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বিমল চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন- সনাতন যুব পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাজু শীল ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজিব দত্ত।

অনুষ্ঠানে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।