নানা কর্মসূচির মাধ্যমে জনসংখ্যা দিবস পালিত রাঙামাটিতে

223

॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী থেকে র‌্যালী বের হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এনেক্স ভবনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সময় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আলমামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, সারাবিশ্বে এখন জনসংখ্যা বাড়ছে। এই বাড়তি জনসংখ্যা একটা বড় সমস্যা সৃষ্টি করবে আগামীর প্রজন্মকে। তাই এখন থেকে জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের দেশে জনসংখ্যাও বিশ্বের সাথে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছে। এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে নিতে হবে।