পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে নানিয়ারচরে দিনব্যাপী কর্মশালা

241

নানিয়ারচর প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরী অভিভাবকবৃন্দের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ জুলাই) সকালে নানিয়ারচর সেতু সংলগ্ন হর্টিকালচার সেন্টার হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ (যুগ্ম সচিব)।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহি অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ সুজন হাওলাদার ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে কিশোর-কিশোরী লালন পালনে অভিভাবকবৃন্দের মাঝে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে আলোকপাত করা হয়। বাল্যবিবাহ রোধ, শিশুদের মাঝে সঠিকভাবে পুষ্টিকর খাদ্যাভাস তৈরি এবং ছেলে সন্তান ও মেয়ে সন্তানদের মাঝে কোন রকম বৈষম্যপরায়ন আচরণ না করার আহ্বান জানান অতিথিরা।