॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
আইন-শৃঙ্খলা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, সদর উপজেলা চেয়ারম্যান বাপ্পী চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূয়েন খীসা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা জানান। এছাড়াও বাল্যবিবাহ, শিক্ষা, মাদক, করোনায় সচেতনতা, মেয়াদ উত্ত্বীর্ণ পণ্য বিক্রয়ে সচেতনতা, দুর্ঘটনা প্রতিরোধে অপ্রাপ্ত বয়ষ্কদের মোটর সাইকেল চালনা বন্ধসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব সম্প্রতি বুড়িঘাট ইউনিয়নের ৮নং টিলা এলাকা হতে স্থানীয় যুবকরা ৫০০গ্রাম গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিলে এসআই মো. সজিব তাদেরকে বগাছড়ি নামক স্থানে ছেড়ে দেন। মাদক ব্যাবসায়ী ২জন হলেন মো. নুরুল ইসলাম ও আব্দুল আজিজ। এঘটনায় আব্দুল ওহাব বলেন, স্থানীয় যুব সমাজ মাদক গ্রহণ না করে যেখানে ২মাদক ব্যবসায়ী কে পুলিশে সোপর্দ করলো, সেখানে পুলিশ কিভাবে সেই মাদক ব্যাবসায়ীদের ছেড়ে দিল।
এবিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে অফিসার ইনচার্জ বলেন, আমি ওই সময়ে জেলার বাইরে ছিলাম। তবে আমি জানতে পেরেছি তাদের কাছে ৫/৭ গ্রাম গাজাঁ ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে একটি মহল জনগনকে বিভ্রান্ত করার পায়তারা চালাচ্ছে। আপনারা এসবে কান দিবেন না। বাংলাদেশে আগামী ৫মাসের রিজার্ভ রয়েছে।