ইসলামী সংস্কৃতির ঐতিহ্য হিজরী নববর্ষ ঘিরে রাঙামাটিতে আলোচনা

279

॥ স্টাফ রিপোর্টার ॥

‘হিজরি নববর্ষ ইসলামী কৃষ্টি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। এর মাধ্যমে মুসলমানদের বর্ষ গণনা শুরু হয়। হিজরী ক্যালেন্ডারকে অনুসরণ করে মুসলমানগণ ধর্মীয় নানা অনুষ্ঠানাদি পালন করে থাকে। তাছাড়া রাষ্ট্রীয়ভাবেও হিজরি বিভিন্ন মাসের তারিখ অনুযায়ী সাধারণ ছুটি দেয়া হয়’ বলে উল্লেখ করে হিজরি নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান ইসলামী চিন্তাবিদগণ। রাঙামাটিতে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য প্রদানকালে রাঙামাটির ইসলামি চিন্তাবিদগণ এ দাবি জানান।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় শহরের বনরূপাস্থ ইসলামিক ফ্রন্টের জেলা কার্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা জসিম উদ্দিন নুরী, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী জাহেদুল ইসলাম।

এতে প্রধান বক্তা ছিলেন তৈয়াবিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সদস্য সচিব ইয়াছিন রানা সোহেল। সংগঠনের সদস্য মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শহীদ আবদুল আলী একাডেমির সহকারী শিক্ষক মোঃ আলমগীর, আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলার প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ প্রচার সম্পাদক মোঃ তারেক আজিজ, সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে হিজরি নববর্ষ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।