॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা দীঘিনালা সড়কের ১৭ কিলোমিটার অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসে রোববার (৩১ জুলাই) সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেনা সদস্যদের তাৎক্ষণিক চেষ্টা ও কঠোর পরিশ্রমের পর ১০ঘন্টা বাদে সড়কটি পুণরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ওইদিন রাত ৯টার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর সাথে মাটি সরানোর কাজে যোগ দেয় যুব রেডক্রিসেন্ট এর সদস্যরা। রাতে একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচলের পথ বের করা হয়।
এলাকাবাসী জানায়, পাহাড় ধসের খবর পাওয়ার সাথে সাথে সেনা সদস্যরা কাজ শুরু করে। পরে সোমবার (১ আগষ্ট) সকালে সড়ক জনপথ বিভাগের কর্মীরা অকুস্থলে পৌঁছে। তারা সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে দীর্ঘ ১০ ঘন্টা পর সড়ক ভারী যানচলাচলের উপযোগী করতে সক্ষম হয়।
এদিকে সোমবার সকাল ৮টার সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। ফলে মাঝে মধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
পাহাড় ধসের বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, রবিবার (৩১ জুলাই) আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইছড়ি দীঘীনালা সড়কের দুইটিলা এলাকায় বৃষ্টিবাদল ছাড়াই হঠাৎ সড়কের উপর পাহাড়ের একটি বড় অংশের মাটি ধসে পড়ে। এ সময় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সেনা সদস্যরা ও স্থানীয় রেডক্রিসেন্ট সদস্য সড়কের কিছু মাটি সরিয়ে হালকা যানবাহন চলাচলের সুযোগ করে দেয়। আমরা সকালে ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ কাজ সমাপ্ত করি।