জুরাছড়ির কৃষকদের মাঝে কফি ও কাজু বাদামের চারা বিতরণ

313

॥ স্টাফ রিপোর্টার ॥

জুরাছড়ি উপজেলায় স্থানীয় কৃষকদের মাঝে কফি ও কাজু বাদাম চারা বিতরণ করা হয়েছে। বুধবার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বনযোগীছড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব চারা স্থানী কৃষকদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশিষ চাকমাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। কৃষ সম্প্রসারণ বিভাগের কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ জন চাষীকে কফি চারা ও ১০ জনকে কাজুবাদামের চারা বিতরণ করা হয়।