কাপ্তাই প্রতিনিধি
জাতীয় শোক দিবস উযযাপন উপলক্ষে সোমবার ( ১৫ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যা অর্পন, র্যালী ও এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি থোয়াইচিং মং মারমা এতে সভাপতিত্ব করেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদর্শন বড়ুয়া, কাজী মাকসুদুর রহমান বাবুল, বিএল তনচংগ্যা, যুগ্ম সম্পাদক আবদুল ওহাব, সাবেক জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক ধনা তনচংগ্যা প্রমুখ।
এইসময় আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা সদরে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ এবং শোক র্যালী বের করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে তবারক বিতরণ করা হয়।