শোক দিবসে বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সমিতি

203

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাঙামাটি পার্বত্য জেলা বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশন এর উদ্যোগে এক স্মরণ সভা রাঙামাটির স্থানীয় এটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশন এর জেলা শাখার সভাপতি বাবু কুঞ্জ বিহারী চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রীতিরেশ দেওয়ান।

বক্তারা বলেন ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির জীবনে এক শোকাবহ দিন। জাতি হিসাবে আমাদের আত্ম উপলব্ধিরও দিন। বঙ্গবন্ধুকে স্মরণ করবার জন্য শুধু লোক দেখানো গতানুগতিক কর্মসূচি নয় বরং তাঁর “অসমাপ্ত আত্মজীবনী”র বইয়ের পাতায় গভীর মনোনিবেশে পড়তে হবে । আর এতেই পাওয়া যাবে ,বঙ্গবন্ধু,র জীবন-আর্দশ, দীর্ঘ লড়াই–সংগ্রাম । এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং দেশের জন্য নিজকে গড়ে তোলার প্রত্যয় বক্ত করেন । ( প্রেস বিজ্ঞপ্তি)