॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় রাঙামাটি প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি বি এম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি রাঙামাটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দীপু, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান, মঈনুদ্দিন বাপ্পি, দীপ্ত হান্নান, মোঃ ইয়াছিন রানা সোহেল।
শোক সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যা করা হয়েছিলো। ঘাতকরা শুধু সেদিন বঙ্গবন্ধুকেই হত্যা করেনি এর মধ্যদিয়ে স্বাধীনতার মূল চেতনাকে হত্যা করা হয়েছিল।
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তার নেতৃত্বেই আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। আর জাতির পিতাকে ছাড়া বাংলাদেশের অস্তিত্বও কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার উন্নত বাংলাদেশের। মানুষকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নের বাস্তবায়নও করেছিলেন। কিন্তু সেই সময়ে বাঙালি জাতির মহান নেতাকে স্বপরিবার হত্যা করে ঘাতকদল ইতিহাসের নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছিল। যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল।
বক্তারা আরো বলেন, শোষিত, নিপীড়িত জনগণের মুক্তির প্রতীক বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকের দল বাংলাদেশকে সাম্প্রদায়িক মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৮১ সালে দেশে ফিরে শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ শুরু করেন। ইতোমধ্যেই চরম দরিদ্র দেশ থেকে আজ উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ।
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।