॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩নং সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) ৩নং সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ হতে ২নং ওয়ার্ড মানিকছড়ি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ৩নং সাপছড়ি ইউনিয় আওয়ামীলীগের সভাপতি রিটন বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ৩নং সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন চাকমা (কার্বারি), জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা। সভাপতিত্ব করেন ৩নং সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসাইন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কমানায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।