॥ স্টাফ রিপোর্টার ॥
উত্তপ্ত এক মহা পরিস্থিতি তখন; রাঙামাটিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না। এমন মহা ঘোষণার মাঝে কেউ যখন ভিসির দায়িত্ব নিতে সাহস পাচ্ছিলেন না; তখন পাহাড়ের ভবিষ্যৎ প্রজন্মের আলোকিত জীবনের প্রত্যাশায় নিজের জীবনের মায়া আর রক্তচক্ষু উপেক্ষা করে প্রস্তবিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন যে শিক্ষক সেই শিক্ষাবিদ ড. প্রদানেন্দু বিকাশ চাকমা আর নেই। মাত্র বিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করে উপাচার্য পদ থেকে, ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনেরও সদস্য।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ (সত্তর) বছর।
শিক্ষাবিদ ড. প্রদানেন্দু বিকাশ চাকমা-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ অনেকেই।
প্রেরিত শোকবার্তায় তারা বলেন, “ ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মহা প্রয়াণে জাতির অপূরণীয় ক্ষতি হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বিশ^বিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রথম এ উপাচার্য শিক্ষা বিস্তার ও সমাজ বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এ অবদান শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি।” তারা ড. প্রদানেন্দু বিকাশ চাকমা-এঁর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে বুধবার সকালে প্রয়াত ভিসির খাগড়াছড়ির সদরের খবংপড়িয়াস্থ বাসভবনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদস্য মংক্যচিং চৌধুরী, পার্থ ত্রিপুরা জুয়েল,কল্যাণ মিত্র বড়–য়া।