॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলায় বে- সরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোসাইল এ্যাকশান ( ইপসা) কতৃক মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে গতকাল রবিবার সকাল ১০ টায় পোয়াপাড়া এইচআরডডিসিতে শিক্ষা বৃত্তি প্রদান ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিজিটাল উপকরণ হস্তান্তর করা হয়।
ইপসা কতৃক আয়োজিত অনুসটানে সভাপতিত্ব করেন ৪ নং কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজই মারমা। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ইপসা এনজিও,র অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির পরিচালক মন্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, সহ-সভাপতি মোঃওমর ফারুক। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা সমৃদ্ধি কর্মসূচি কাউখালী রাংগামাটির সমম্বয়ক মোঃ স্ঈাদ আলম।
এসময় অনুষ্ঠানে অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন ইপসা কাউখালী শাখার ম্যানেজার মোঃ শাহজাহান, ইপসা সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাস খীসা, শিক্ষা সুপার ভাইজার মোঃ আব্দুল কাদের, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মনিকা চাকমা, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রীমা আক্তার সহ ইপসা সমৃদ্ধি কর্মসূচি ও ইপসা কাউখালী অফিসের সকল স্টাফ বৃন্দ এবং শিক্ষা বৃত্তি গ্রহণ কারী ছাত্র ছাত্রী ও ইপসা সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শক গন এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কতৃক মেধাবী মোট ৭ জন ছাত্র ছাত্রীদের হাতে চেকের মাধ্যমে প্রতি জনকে বার হাজার টাকা করে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয় এবং স্থাস্ব্য পরিদর্শক মোট ১৪ জনকে ডিজিটাল মোবাইল ট্যাব ও ডিজিটাল স্বাস্থ্য সেবা উপকরণ হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।