বেতবুনিয়া দুর্ঘটনা কেড়ে নিল স্কুল শিক্ষার্থীর প্রাণ

195

॥ কাউখালী প্রতিনিধি ॥

এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আবদুর রহমানের জীবন বুধবার (১৭ আগস্ট) বিদ্যালয় থেকে ফেরার পথে গুইয়াতল মোড়ে চট্টগ্রাম অভিমূখী পাহাড়ীকা বাসের ধাক্কায় আব্দুর রহমানের অটোরিকশা দুর্ঘটনায় পতিত হয়।

স্থানীয়রা জানিয়েছে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুর রহমান (১৪) ডাববুনিয় এলাকাধীন মোস্তফার পুত্র। সে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। বুধবার বিদ্যালয় ছুটি হলে সিএনজি অটোরিকশা যোগে আরো তিন ছাত্রী সহ ডাববুনিয়াছড়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ইতিমধ্যে বিকাল সাড়ে চারটার সময় বেতবুনিয়া গুইয়াতল নামক মোড়ে সিএনজি অটোরিকশা টি পৌঁছলে রাংগামাটি হতে চট্টগ্রাম মূখী আসা একটি পাহাড়ীকা বাস ( ঢাকা মেট্টো- ব- ১৪-৫৮১৮) সিএনজি অটোরিকশা টিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা চারজন ছাত্র ছাত্রী আঘাত পায়।

আশেপাশে থাকা লোকজন দৌড়ে এসে দুর্ঘটনায় কবলিত সিএনজি গাড়ি হতে ছাত্র ছাত্রীদের উদ্ধার করে দ্রুত রাউজানের জে কে হাসপাতালে নিয়ে যায়। এ সময় সিএনজি অটোরিকশা চালক মোঃ জসিম উদ্দিন সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যান। সেখানে আহত তিনজন ছাত্রী কে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আহত ছাত্রীরা হলেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির থুইচানু মারমা (১৬), ১০ ম শ্রেণির মিথাাইনু মারমা (১৫), মিথুইচিং মারমা (১৫)। অন্য দিকে গুরু তর আহত ছাত্র মোঃ আবদুর রহমানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তাকে আইসিউতে রাখা হয়। চারদিন চমকে আইসিইউতে থাকার পর শনিবার ভোররাত সাড়ে চারটার সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে চমকে মৃতের লাশ পোস্ট মর্টেম করা হয়।