রাঙ্গামাটিতে ইন্টারনেট ক্যাবল সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

216

স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটিতে ইন্টারনেট ক্যাবল সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোক্তার উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। তিনি রাঙ্গামাটি শহরের তবলছড়ি স্বর্ণটিলা এলাকার মো. জসিম উদ্দিন ছেলে।

স্থানীরা জানায়, মো. মোক্তার উদ্দিন রাঙ্গানেট নামে একটি ইন্টারনেট ক্যাবল সংযোগ দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে ইন্টারনেট ক্যাবল নিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের খুটির উপর উঠলে বিদ্যুতের সঞ্চালন তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৃষা চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তিনি জানান মূলতঃ মাথায় মারাত্মক আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়।