রাজস্থলীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

196

রাজস্থলী প্রতিনিধি

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে রাজস্থলীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে রাজস্থলী উপজেলা সদর বাস ষ্টেশন প্রাঙ্গণে উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহাম্মদ রুভেলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সহ সম্পাদক দিদারুল আলম, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রোনেল দেওয়ান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু, বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক আইযুব চৌধুরী সহ রাজস্থলী উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ভোট চুরির মধ্যদিয়ে ক্ষমতা দখল করে আছে তারা দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান বক্তারা।