রাঙামাটি এফপিএবি’র আয়োজনে মাঠকর্মীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

187

॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

রাঙামাটি এফপিএবি’র আয়োজনে “সুখী জীবন প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মরত আরএইচপিদের নিয়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি (এফপি) বিষয়ে ২দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পদিবার (২৫ আগস্ট) রাঙামাটি পরিবার পরিকল্পনা সমিতির হল রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফপিএবির শাখার সভাপতি মুজিবুর রহমান, বিশেষ অতিথি ডা.কেটি চাকমা, কার্যকারী পরিষদের সদস্য চৌধুরী হারুনুর রশীদ, জেলা কর্মকর্তা, কো-অডিনেটর ও জেলা প্রোগ্রাম অফিসার প্রমুখ।

পরিবার পরিকল্পনা সমিতির রাঙ্গামাটি শাখার ৫টি উপজেলার ৩৫ জন আরএইচপি এই প্রশিক্ষনে অংশগ্রহন করেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষনে প্রত্যাশা, পরিবার পরিকল্পনা,বর্তমান পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক নির্দেশনা, মানব জন্ম রহস্য,পরিবার পরিকল্পনা ও পদ্ধতি সমুহ, পরিবার পরিকল্পনা পদ্ধতিসমুহ,সেবাগ্রহনকারী বাছাই ও পার্শ্বপ্রতিক্রিয়া বাছাই,জরুরী জন্মনিয়ন্ত্রন ও ভায়া টেষ্ট,নবজাতক ও শিশু স্থাস্থ্য সেবা,আরটিআই ও এসটিআই সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন জেলা কর্মকর্তা ডা.কেটি চাকমা।

এফপিএবি ও পরিচিতি,সুখী জীবন প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে আর এইচপি দায়িত্ব ও কর্তব্য, মাতৃস্থাস্থ্য,ও প্রাতিষ্ঠানিক প্রসব,নিরাপদ মাতৃত্ব,গর্ভবর্তী চিহিুতকরণ,গর্ভকালিন পরিচর্যা সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন-জেলা প্রোগ্রাম অফিসার পাথফাইভার রাঙ্গামাটি শাখা।

আত্ব পরিচিতি,প্রজনন স্থাস্থ্য ও এর উপদানসমুহ, দিনের পুর্ণ আলোচনা,রিক্যাপ, প্রসব পরবর্তী সেবা ও প্রসব পরবর্তী পরিকল্পনা,প্রসব পরিকল্পনা,দম্পতি পরিদর্শন ও রেজিষ্টার ব্যবহার নিয়ম ইত্যাদি বিষয়ে প্রশিক্ষার্থীদের তুলে ধরেন-কো-অর্ডিনেটর প্রোগ্রাম এফপিএবি রাঙ্গামাটি। জরুরী জন্ম নিয়ন্ত্রন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ইসিএস তথা সিনিয়ার ষ্টাফ নার্স।পরিবার পরিকল্পনা সমিতি রাঙ্গামাটি শাখার মিলনায়তনে দুইদিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।