মেহেদী ইমামঃ
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)’র আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে যানবাহন চালক এবং চালক সমিতির সদস্যদের মাঝে ট্রাফিক নিয়ম-কানুন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাইকার অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯শে আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুপে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা ও বিশেষ অতিথি হিসেবে মো. নুর জামাল হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, বিআরটিএ রাঙামাটি সার্কেল, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ (কাজল)।
এসময় জাইকার উপজেলা ফেসিলেটর ঝিমি চাকমা, বিআরটিএ উচ্চমান সহকারী এম দিদারুল আলমসহ সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে চালকদের মাঝে ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, যান্ত্রিক ত্রুটিপূর্ণ ও ফিটনেস বিহীন গাড়ি মেরামত, বৈধ কাগজপত্র, ট্রাফিক আইন, ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার না করা, মোটর সাইকেল চালক ও যাত্রীদের হেলমেট পরিধান করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।