দু’দলের পাল্টাপাল্টি কর্মসূচীর জেরে রামগড়ে ১৪৪ ধারা জারী

213

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি রামগড় উপজেলায় সোমবার (২৯ আগস্ট ২০২২) একইস্থানে একই সময়ে ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে থাকায় ১৪৪ ধারা জারি করেছে রামগড় উপজেলা প্রশাসন।

রোববার (২৮ আগস্ট) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ আদেশে ১৪৪ ধারা জারি করে। জানা যায়, বিএনপি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পালনের অনুমতি চেয়ে উপজেলা শাসনে আবেদন করে।

একই সময় ও স্থানে রামগড় উপজেলা ছাত্রলীগও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। তাই বিশৃঙ্খলার আশঙ্কায় ১৪৪ ধারা জারী করে রামগড় উপজেলা প্রশাসন।

রামগড় উপজেলা আদেশে জানানো হয়েছে, আগামী ২৯ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌরসভার মাস্টারপাড়া (সিনেমা হল) থেকে পৌর ভবন পর্যন্ত এলাকায় ফৌজধারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেত জারি করা হয়েছে।

এসময়ে এসব এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম গনজমায়েত ও চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃঙ্খলা সকল কাযক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, যে কোন ধরনের আনুষ্ঠানে আয়োজনে একসাথে ৪ জনের অধিক ব্যক্তি জমায়েত হতে পারবে না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজে জড়িত ব্যক্তিবর্গের জন্য প্রযোজন্য হবে না।