খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান (১৬) নামের এক কিশোরী মারা গেছে। রোববার (২৮ আগস্ট ২২) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে কিশোরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পরে সহপাঠীদের চিৎকার শুনে নদীর আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করলেও নিহত নুসরাত পানির গভীরে তলিয়ে যায়। তারপর প্রায় এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্মীরাসহ স্থানীয়রা নুসরাতের লাশ খুঁজে পায়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জানান, সকালে নুসরাত সহ ৫ সহপাঠী গোসল করতে নেমে দুই জন ডুবে যায়। এদিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
নিহত নুসরাত জাহান ঢাকার মিরপুর ১৪ এর মোঃ কাউসার আলমের মেয়ে। সে তার মামার বাড়ি বেড়াতে এসে পানিতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।