শোক দিবস ঘিরে শিল্পকলা একাডেমির আলোচনা সভা

176

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা।

জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মিজ নিরুপা দেওয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক সুনিল কান্তি দে, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, কবি হাসান মনজু, নাট্যকার আরফান আলী, সংগীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা, খাগড়াছড়ি সনাকের সদস্য ও বিটিভির গীতিকার এবং নাট্যকার মর্তুজা পলাশ, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবসার।

আলোচনা সভায় রাঙামাটির প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিরা বঙ্গবন্ধু কে নিয়ে স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবর্তক চাকামা বলেন- বঙ্গবন্ধুর হত্যাকারীরা ৭১এর পরাজিত শক্তি তারা দেশের উন্নয়ন চায়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে বিচার করার দাবি জানান। প্রধান অতিথি- শিল্পকলা একাডেমির আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সুবিধার্থে শিল্পকলা একাডেমিকে এসি প্রদান করার আশ্বাস দেন।

আলোচনা সভা চলাকালীন সময়ে বঙ্গবন্ধুর ছবি তুলির আঁচরে ফুটিয়ে তোলা হয়। এরপর ক্ষুদে শিল্পিরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ পরিবেশন করেন। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।