॥ স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বরণে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা বিএনপি।
মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।
মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিষ দেওয়ান, সাবেক পৌর মেয়র সাাফিুল ইসলাম চৌধুরী ভুট্টো, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
এসময় বক্তারা বলেন- আওয়ামীলীগ সরকার দেশের সকল বাহিনীকে দিয়ে গুম ও হত্যার মতো কাজ করে যাচ্ছে। তারা সরকারের কাছে সকল গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দেওয়ার দাবি জানান।