॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় সোমবার উপজেলা পরিষদ হলরুমে ৪ দিনের ক্ষুদ্র খামারীদের প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জাইকা দায়িত্বরত কর্মকর্তা উৎপল তঞ্চঙ্গ্যা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগের সুদীপ দেওয়ানজী, অসিত কুমার চাকমা, প্রতিবিন্দু চাকমা।
এসময় আধুনিক পদ্ধতিতে কিভাবে গবাদিপশু মোটাতাজা করণ করা যায় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।বক্তারা বলেন- শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবেনা মনোযোগ সহকারে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে আপনারা সাফাল্যর মুখ দেখতে পাবেন।