পাহাড়ে দক্ষ মানব সম্পদ তৈরির জন্য নানামুখি কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড: নিখিল কুমার চাকমা

175

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, শুধু সামাজিক এবং অবকাঠামো উন্নয়নই নয়, বরং পাহাড়ে দক্ষ মানব সম্পদ তৈরির জন্যও নানামুখি উদ্যোগ এবং প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের ভিশন বাস্তবায়নেও অসামান্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে উন্নয়ন বোর্ড। প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় তরুণ তরুণীদের জন্য এ্যাডভান্স লেভেলের আইসিটি প্রশিক্ষণ তারই একটি জলন্ত উদাহারণ।

চেয়ারম্যান বলেন, আজকে উন্নয়ন বোর্ডের যে অর্জন তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারি চিন্তাভাবনার ফসল। তিনি পার্বত্য এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতির সর্বপ্রথম এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আজ পাহাড়ের মানুষ তার সুফল ভোগ করছে এবং জাতি উপকৃত হচে।

সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে তরুণ তরুণীদের জন্য আইসিটি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোনকালে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এই মন্তব্য করেন। উন্নয়ন বোর্ডের আওতায় বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে চেয়ারম্যান বোর্ডের আইসিটি ল্যাবের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন হতেই পার্বত্য জনপদের উন্নয়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে আসছে। যাতাযাত, শিক্ষা, কৃষি, সমাজ কল্যাণ, অবকাঠামো উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। আইসিটি প্রকল্প দক্ষ মানবসম্পদ তৈরি অন্যতম উদ্যোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ পার্বত্য এলাকার বেকার তরুন-তরুণীদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, বোর্ডের উপপরিচালক ও প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, রাঙামাটিস্থ ত্রি-মাত্রিক ফাউন্ডেশনের সিইও মোঃ ওমর ফারুকসহ বোর্ড কর্তৃক বাস্তবায়িত আইসিটি প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তা আইয়ুব ভূঁইয়া, ফ্রিল্যান্সার পারলিয়েন পাংখোয়া ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ূন বোর্ডের তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা।

প্রসঙ্গত- এ প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২০জন করে দুই ব্যাচ মোট ৪০জন শিক্ষিত তরুণ-তরুণীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১৮০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন, ৮ম পঞ্চবার্ষিকী ও জাতিসংঘের এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।