স্টাফ রিপোর্টার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম এলাকার বটতলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও বাঘাইছড়ি পৌর পরিষদের উদ্যোগে পৃথক ভাবে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাঘাইছড়ির বটতলী নি¤œ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় বাঘাইছড়ি পৌর পরিষদের উদ্যোগে এমপিকে আরো একটি সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আকতার, জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বাঘাইছড়ি পৌরসভার মোঃ জমির হোসেন, পৌরসভার সাবেক মেয়র মোঃ জাফর আলী খান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা রেড ক্রিসেন্টের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, স্কুলের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন তার প্রতিটি উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন হয়েছে। যার প্রমান পাহাড়ের দূর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিওভূক্তকরণ। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও যে উন্নয়ন সাধিত হয়েছে তা কোন সরকারের আমলেই হয়নি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ ও নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নব নির্বাচিত বাঘাইছড়ি পৌর পরিষদের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি পৌরসভা মেয়র মোঃ জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা, উপজেলা মারিশ্যা জোন বিজিবির উপ-অধিনায়ক মেজর শহীদুল ইসলাম পিএসসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আকতার, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, বাঘাইছড়ি আনসার ক্যাম্পের অধিনায়ক সোহাগ পারভেজ, উপজেলা আওয়ামীলগ সহ-সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে বাঘাইছড়ি পৌরসভার নিজস্ব জমিতে বৃক্ষ রোপণ করেন অতিথিবৃন্দ।