আশিকার উদ্যোগে তিনকোনিয়ায় কৃষকদের জীবন মান উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

466

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১নং ইউনিয়নের তিনকোনিয়ায় ফরেস্ট ইউজার গ্রুপের ৩০ জন কৃষকদের জীবন মান উন্নয়ন ও কৃষি চাষকে আধুনিকায়নের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়ে়টসের বাস্তবায়নে এবং CHTWCA-Livelihood প্রকল্পের আওতাধীন USAID অর্থায়নে ও UNDP সহযোগিতায় এ প্রশিক্ষণ শুরু হয় শুক্রবার (৯ সেপ্টেম্বর)।

এ সময় ৩০ পরিবারকে দুই হাজার দুইশত টাকা সমপরিমাণ মুল্যে কৃষি উপকরণসহ জীবন মান উন্নয়নে জিনিসপত্রদি বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী মো.মনিরুজ্জামান, জেলা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট ডব্লিউসিএ প্রজেক্টের সাইট কো-অর্ডিনেটর শান্তি বিকাশ চাকমা।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা কনসারভেসন ফ্যাসিলিটেটর ডন্ডো তনচংগ্যা এবং তিনকোনায়া বল্লালছড়া মৌজার হেডম্যান তরুন কান্তি তঞ্চঙ্গ্যা, প্রশিক্ষণের মহিলা ভাইস চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সরকারি দপ্তরের কার্যক্রমের সাথে এনজিও সংস্থার ভূমিকা অপরিসীম যা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিকড় থেকে শিকড়ে কাজ করে জীবন মান উন্নয়নে লক্ষ্যে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। তারমধ্যে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস অন্যতম।

প্রকল্পের সাইট কোঅর্ডিনেট শান্তি বিকাশ চাকমা বলেন, আমরা এই পর্যন্ত বিলাইছড়ি ইউনিয়নের ৩টি ভিসিএফ এলাকার মোট-৯০ জন এবং রাইনখ্যং রিজার্ভ এলাকার আওতাধীন মোট ৪৮৪ জনকে প্রশিক্ষণের পাশাপাশি ২২০০/(দুই হাজার দুইশত)টাকার সমপরিমাণ কৃষির ও বিকল্প জীবিকায়নে জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি।