এসএসসি পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা সামগ্রী বিতরণ

196

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নেতা মো. ওমর মোর্শেদের সৌজন্যে প্রতি বছরের ন্যায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সালাম।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নেতা মো. ওমর মোর্শেদের সঞ্চালনায় পরিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অতিশ চাকমা ও মো. মিনার হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ সাব্বির- পরিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং বিপদে-আপদে সর্বদা জেলা ছাত্রদল তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। পরে অতিথিরা ২৫ জন পরিক্ষার্থীর হাতে সামগ্রী তুলে দেন।