তিনমাস বন্ধ থাকার পর রাঙামাটি থেকে পুণরায় বাঁশ পরিবহণ শুরু

211

॥ স্টাফ রিপোর্টার ॥

তিনমাস বন্ধ থাকার পর রাঙামাটি থেকে পুনরায় বাঁশ পরিবহণ চালু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটে নদী থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে পুরোদমে পরিবহন কার্যক্রম শুরু হয়। বাঁশের বংশ বিস্তার ও প্রজননের জন্য জুন হতে আগস্ট পর্যন্ত তিন মাস সকল ধরণের বাঁশ কর্তন ও পরিবহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বন বিভাগ। বাঁশের বংশ বিস্তারের জন্য রাইজোমের মাধ্যমে আবার কোন কোন বাঁশ বীজের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। কিন্তু এই তিন মাস বাঁশের প্রজনন মৌসুম বিধায় পার্বত্যাঞ্চলে সকল ধরনের বাঁশ কর্তন ও পরিবহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে বাঁশ কর্তন ও পরিবহন কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার কাপ্তাইয়ে আপষ্ট্রিম জেটিঘাটে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা বাঁশের ট্রাক বোঝাই করছে পরিবহণের জন্য। বাঁশ ব্যবসায়ী আব্দ্লু মন্নান ও আবুল কাশেম জানান, ২ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাঁশ পরিবহণ শুরু হলেও বিভিন্ন জটিলতা ও পরিবহণ ভাড়া বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। তারা বাধ্য হয় ব্যবসা কার্যক্রম বন্ধ রাখতে। এ নিয়ে গত বুধবার বাঁশ ব্যবসায়ী ও ট্রাক মালিকদের মধ্যে জেটিঘাট বাঁশ ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে পুনরায় বাঁশ পরিবহণ কার্যক্রম চালু করা হয়।

ব্যবসায়ী আবুল কাশেম বলেন, আগে একট্রাক বাঁশ বোঝাই করে ঢাকা নিতে ট্রাকভাড়া বাবদ খরচ হতো ৩৩ হাজার ৩৭০ টাকা। কিন্তু তেলের দাম অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান এক ট্রাক বোঝাই বাঁশের গাড়ি ঢাকা নিতে খরচ হচ্ছে ৪০ হাজার ৩৭০ টাকা। এতে বাঁশ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। বাঁশের চেয়ে পরিবহণ মূল্য বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা লোকসানে পতিত হয়ে আগামীতে বাঁশ ব্যবসা ছেড়ে পথে বসার আশঙ্কা করছে অনেকে।

বাঁশ ব্যবসায়ী প্রতিনিধি ফজল আলম ও নুরুল আলম বাটন জানান,ক্ষতি পোষাতে না পারলে আগামীতে পার্বত্যাঞ্চল হতে বাঁশ ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। কোন ব্যবসায়ী লোকসান দিয়ে ব্যবসা করবেনা। ফলে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি পরিবনহণ ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

কাপ্তাই জেটিঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান,প্রতি বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ জুন হতে আগস্ট এই তিনমাস বাঁশের বংশ বিস্তারের জন্য নিষেধাজ্ঞা জারি করে। ফলে এই তিনমাস পার্বত্য অঞ্চল হতে যেকোন ধরনের বাঁশ কর্তন ও পরিবনহণ বন্ধ থাকে।