রাঙামাটি স্বপ্নযাত্রী বিদ্যাপীঠে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

257

॥ স্টাফ রিপোর্টার ॥
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা কর্তৃক পরিচালিত স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ এর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অসুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শহরের শান্তিনগরে অনুষ্ঠিত সভায় অভিভাবকদের বিভিন্ন মতামত ও পরামর্শ নেওয়া হয়।  তারা বিনামূল্যে শিশুদের ক্লাস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্বপ্নযাত্রী ফাউন্ডেশন শাখার পক্ষ থেকে সে সকল মতামত গ্রহনযোগ্যতার ভিত্তিতে বাচ্চাদের পড়াশোনা ও মেধা বিকাশের আরো গতিশীল করার লক্ষ্য কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি  বিদ্যাপীঠের একজন অসুস্থ শিশুর খোঁজখবর নেওয়ার জন্য তাকে দেখতে বাসায় যাওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রীর রাঙামাটির সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাজ্জাদ হোসাইন ও শিক্ষিকা রাহিমা আক্তার পাখি।