স্বর্ণটিলায় দূরন্ত সমাজের আয়োজনে এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা

192

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা শহরের স্বর্ণটিলায় এলাকার একমাত্র সামাজিক সংগঠন “দূরন্ত সমাজ” এর আয়োজনে এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেদ তালুকদার। দূরন্ত সমাজের সভাপতি রাকিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবিকা নাসিমা বেগম, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম সগির, মো. শহিদুল ইসলাম।

এসময় দূরন্ত সমাজের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান, সাংগঠনিক সম্পাদক ওয়াসির জামান, সিনিয়র সদস্য মো. আরমান ও মাহিদুল সহ এসএসসি পরিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেদ তালুকদার এসএসসি পরিক্ষার্থীদের নিয়ে এ ধরনের ভিন্নধর্মী আয়োজন করায় দূরন্ত সমাজ নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি করোনা মহামারির সময় সংগঠনটির সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি এসএসসি পরিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

আলোচনা সভার পর এসএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- সংগঠনটির সদস্য মো. শাহিন। পরে অতিথিরা পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।