এসএসসি পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের রুটিন কার্ড বিতরণ

165

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রুটিন কার্ড বিতরণ করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার শিক্ষার্থীদের প্রথম পরিক্ষা ঘিরে সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং দুপুরে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষার্থীদের মাঝে রুটিন কার্ড বিতরণ করে ছাত্রদল নেতৃবৃন্দ।

এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলার সহ-সভাপতি খোরশেদ আলম ও নাজমুল হুদা, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, জেলার প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদর থানার আহ্বায়ক আবুল বশর, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ ও নাঈম উদ্দীন আকাশ, কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শাকিল, ৬নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম শাকিল, ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. হাসান, ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।