বিলাইছড়িতে সেনার উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

195

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়ি সেনাজোনের আয়োজনে ওই এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং হতদরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে আনার জন্য বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করা রোগী, জনপ্রতিনিধি ও ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে এ বিষয়ে মতবিনিময় করেছেন।

এসময় জোন কমান্ডার বলেন, শান্তি -সম্প্রীতি- উন্নয়ন এই মূল মন্ত্রকে ধারণ করে জনসাধারণের কল্যানার্থে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন মহতী উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা আসার পর থেকে বিলাইছড়ি জোনের উদ্যোগে জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকার বিভিন্ন পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চোখে ছানি পড়া রোগী নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীর মধ্য হতে ফারুয়া, বাঙ্গালকাটা এবং বিলাইছড়ি দেবার মাথা হতে মোট ৪ জনকে চট্টগ্রামের “লায়ন্স চ্যারেটেবল আই হাসপাতাল” এ নিয়ে চোখের ছানির সফল অপারেশন এর ব্যবস্থা করা হয়। বিনামূল্যে অপারেশন করাসহ রোগীদের নিজ বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত আনা নেওয়ার সকল খরচ জোনের পক্ষ থেকে বহন করা হয়। তিনি আরও বলেন, অপারেশনের পর রোগীরা বর্তমানে সুস্থ এবং তাদের চোখের আলো ফেরত আসার মাধ্যমে তারা সকলেই আজ এই সুন্দর পৃথিবী নতুন করে দেখার সৌভাগ্য হয়েছে। তিনি মহতী এই উদ্যোগের কার্যক্রম কিভাবে অব্যাহত রাখা যায় তার সকল পরিকল্পনা ও বাস্তবায়ন জোন কর্তৃক করা হবে বলে জানান। এ সময় ১ ও ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও রামাচরন মার্মা (রাসেল), হেডম্যান সুনিক জ্যোতি চাকমাসহ কার্বারী, স্থানীয় সাংবাদিক ও চক্ষু অপারেশন করা ৪ জন রোগী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত রোগীরা জোনের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। এবং তাদেরকে অন্ধকার থেকে আলো দান করার জন্য জোন কমান্ডারকে ধন্যবাদ জানান।